কিউই ফল আমাদের দেশে খুব বেশি জনপ্রিয় ফল নয়। খুব সহজে চাষ করা যায় বলে দিন দিন আমাদের দেশে কিউই চাষ বৃদ্ধি পাচ্ছে। সাধারনত কিউই ফল সালাদে বেশি ব্যবহার হয়ে থাকে। এটি রসালো, মিষ্টি ও সুস্বাদু একটি ফল। কিউই ফলে রয়েছে প্রুচর ভিটামিন-এ, সি, বি-৬, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, ভিটামিন-কে ও ফসফরাসের মতো মূল্যবান পুষ্টি উপাদান। তাই কিউই ফলকে "পুষ্টির কারখানা" বলা হয়।